৩ সেপ্টেম্বর করমপুজো অনুষ্ঠিত হবে। মঙ্গলবার থেকেই ওই পুজোর প্রস্তুতি শুরু করলেন সারনা ধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ। এদিন মাদারিহাট বীরপাড়া ফালাকাটা কালচিনি সহ বিভিন্ন এলাকায় নদী এবং ঝোরা থেকে জল তুলে এনে পুজো করেন আদিবাসীরা। এরপর ঝুড়িতে বালি বোঝাই করে সাত রকমের শস্যদানা মেশানো হয়। ওই অঙ্কুরিত শস্যদানাগুলি পুজোর দিন দেবতার সামনে রাখা হবে। এদিন রাজি পারহা সারনা প্রার্থনা সভা ভারত নামে একটি আদিবাসী সংগঠনের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সুশীল ওরা