সোমবার হুগলির হরিপাল গ্রামীণ হাসপাতালের সভাগৃহে হরিপাল ব্লকের আইসিডিএস কর্মীদের নিয়ে তিন দিনব্যাপ "পোষণ ভি, পড়াই ভি" কর্মশালার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বহু বিশিষ্ট চিকিৎসক ও ব্যক্তিরা।