এখনো ঘাটালের বেশকিছু এলাকা থেকে সম্পূর্ণরূপে কমেনি বন্যার জল, বন্যা দুর্গত মানুষদের পাশে জেলা পুলিশ। পুলিশ দিবসে ঘাটালে বন্যা দুর্গত মানুষদের নতুন পোশাক তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পক্ষ থেকে।পুজোর আগে পুলিশ দিবসে বন্যা দুর্গত ঘাটালের মনসুকার চড়কতলায়, সুলতানপুরের একঢেলে মোড় সহ ইড়পালা এলাকায় প্রায় দশ হাজার বন্যা দুর্গত মানুষদের নতুন।