DVCর পুরুলিয়ার রঘুনাথপুরের RTPS এর টেকনিক্যাল ভবনে শুক্রবার সকালে স্বচ্ছতা পাকোয়াড়া অভিযানের উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DVCর RTPS প্রকল্পের GM সিভিল নিবেদানন্দ মন্ডল,অজয় কুমার, হরিশ চন্দ্র সিং,প্রতাপ সিং,তারাশঙ্কর বসাক সহ অন্যান্যরা। শুক্রবার রাত্রি সাড়ে ৭টা নাগাদ তারা জানান, ১৬ ই মে থেকে ৩১শে মে পর্যন্ত স্বচ্ছতা পাকোয়াড়া অভিযান চলবে ।তারি এদিন উদ্বোধন করা হয়।