সিপিআইএমের কোটশিলা পূর্ব এরিয়া কমিটির সদ্য প্রয়াত সম্পাদক রতন মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে দলের তরফে আজ নেতার গ্রাম বিংদারু এলাকায় একটি স্মরণসভার আয়োজন করা হলো । এখানে জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং ওই এলাকার একাধিক এরিয়া কমিটির সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।