Rajarhat, North Twenty Four Parganas | Sep 30, 2025
অষ্টমীর বিকেলে মেয়েকে সঙ্গে নিয়ে পুজো মণ্ডপে অভিষেক, খেলেন ফুচকা। অষ্টমীর বিকেলে শহরতলির দমদমের পুজো মন্ডপে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। দমদম নাগেরবাজার এর জ'পুর জয়শ্রীর দুর্গাপুজো মণ্ডপ দেখতে যান অভিষেক। সঙ্গে ছিল কন্যা আজানিয়া। এদিন তিনি খোশ মেজাজে মণ্ডপ ঘুরে দেখেন মেয়েকে সঙ্গে নিয়ে।