গলসি থানার অন্তর্গত উড়া এলাকায় রাইস মিলে কর্মরত অবস্থায় মাথায় বস্তা নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম আশিষ বাগদী(২২) উড়া গ্রামে তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত ৩১ শে জুলাই সকাল ১০ টায় রাইস মিলে কাজ করার সময় বস্তা মাথায় নিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হয় ওই শ্রমিক। মিলের অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ওই দিন Bmch নিয়ে এসে ভর্তি করে এবং দীর্ঘ এক মাসের উপর চিকিৎসার পর অবশেষে গতকাল ৩রা সেপ্টেম্বর বুধবার রাতে তার মৃত্যু হয়।