হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ এক ব্যক্তি। মুর্শিদাবাদ জেলার সুতি থানায় দ্বারস্থ নিখোঁজের পরিবার। মঙ্গলবার বিকেলে পরিবার সূত্রে জানা গিয়েছে, সুতি থানার ডিহিগ্রামের বাসিন্দা সাবদুল সেখ গত ২৬ তারিখ হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরলেও এখনো পর্যন্ত ফিরে ফেরেননি। ২৬ তারিখ থেকে বন্ধ রয়েছে মোবাইল। স্বাভাবিক কারণেই উৎকন্ঠায় পরিবারের সদস্যরা। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। যদিও নিখোঁজ ব্যক্তির খোঁজে থানায় দ্বারস্থ পরিবার।