সিভিককে রিমান্ডে নিয়ে উদ্ধার চুরি যাওয়া চা-পাতা ও ব্যাবহৃত বাইক।গত ২৯শে আগস্ট চুরির অভিযোগ গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার ও তার আরোও এক সাকরেদ। ধৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম উত্তম বর্মন, অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী (বিটলা)। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশি হেপাজতের মেয়াদ শেষে ধৃতদের ফের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।