পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম কামাল হোসেন বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা এলাকায়। মাঝখানেক আগে হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তিনি শুক্রবার সন্ধ্যা বেলায় বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে জলঙ্গিতে পড়ে যায় ওই যুবক। দীর্ঘ ৪৮ ঘন্টা খোঁজাখুঁজির পর আজ ভোর বেলায় যুবকের মৃত্যু দেহ উদ্ধার হয়। এরপরে দেহটি নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর দেহটি তুলে দেওয়া হবে পরিবারের হাতে।