গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিদ্যাসাগর মঞ্চে অনামী নাট্য কোম্পানির উদ্যোগে ও হ য ব র ল এর সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এই দিন এই রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করতে পারবেন বলে এই দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে,জানা গিয়েছে এই দিন বেলা দশটা থেকেই রক্তদান শিবির শুরু হয়,চলবে বেলা একটা পর্যন্ত।