Deganga, North Twenty Four Parganas | Aug 31, 2025
শহীদ-ই-আজম ইমাম হোসেন এর পবিত্র আশুরা এবং পবিত্র আক্সারিয়া অনুষ্ঠিত হলো দেগঙ্গা ব্লকের ঢালিপাড়া গ্রামে। এই উপলক্ষে ঢালিপাড়া ইমামবাড়া থেকে রবিবার বিকেল চারটা নাগাদ একটি শোক মিছিল বের হয়। গোটা ঢালী পাড়া গ্রাম পরিক্রমা করে শোক মিছিলটি সন্ধ্যা ছটা নাগাদ আবার ইমাম বাড়াতে এসেই শেষ হয়।এদিন প্রায় ১২ হাজার মানুষ শোক মিছিলে অংশ নিয়েছিল। রবিবার সকাল থেকেই এই উপলক্ষে মজলিস সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল।