নির্বিঘ্নে শেষ হলো আলিপুরদুয়ার জেলায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এমনটাই জানা গেছে প্রশাসনিক সূত্রে রবিবার বেলা তিনটা নাগাদ। আলিপুরদুয়ার জেলায় ১১ টি কেন্দ্রে এস এস সি পরীক্ষা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে পর্যাপ্ত পরিমাণে পুলিশ রাখা ছিল। তবে জেলায় এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আলিপুরদুয়ার জেলা প্রশাসন এসএসসি পরীক্ষা নিয়ে কোনরকম ঝুঁকি নিতে রাজি ছিল না তাই পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ছিল পরীক্ষা কেন্দ্রে।