ভগবানপুর এক ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে আবারও স্পষ্ট হল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আজকের এই নির্বাচনে বিজেপির একটিও প্রার্থী জয় লাভ করতে পারেননি।আজ অনুষ্ঠিত হলো দ্বারিকাচক শ্যামচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন।মোট ৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ৯ টিতে তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে।রাম বাম জোট প্রার্থী দিয়েছিল।মোট ভোটার ৬২৮ পোল হয়েছে ৫৩২ রি