বিভিন্ন ধরনের বিষধর সাপের খেলা অর্থাৎ ঝাপান প্রদর্শনীর আজকে আয়োজন করা হলো পুরুলিয়া মফস্বল থানার হাড়ামজাঙ্গা গ্রামে । গ্রামবাসীর একাংশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সাপুড়েদের হাতের কেরামতিতে সাপের খেলা দেখার জন্য দূর দূরান্তের বহু মানুষ ভিড় করেছিলেন ওই গ্রামে ।