সরকারি ঘর দেওয়া নিয়ে কৃতিত্ব নিজেদের ঝুলিতে টানতে তৃণমূল বিজেপি চাপানউতোর চলছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, প্রকৃত দরিদ্ররা সরকারি ঘর থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের অভিযোগ প্রায়ই প্রশাসনের জমা পড়ছে। যেমন ফালাকাটার ধনীরামপুরের ৮৫ বছর বয়সী বৃদ্ধা সুমতি রায়। বুধবার আক্ষেপ করে তিনি বলেন, বহুবার সরকারি বাবুরা সমীক্ষা করে গেলেও আমি ঘর পেলাম না। আমি জানতে চাই, সরকার আমার দিকে তাকায় না কেন? সুমতির স্বামী মারা গিয়েছেন বহু বছর আগে। সন্তান-সন্ততিও নেই। হতদরিদ্