ট্রাফিক গার্ডের মধ্যে থাকা পুরাতন বিল্ডিং ভেঙে তৈরী হল এটি। এতে কর্তব্যরত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের থাকা খাওয়া ব্যবস্থা হল বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ দে, ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি সহ জেলা পুলিশের আধিকারিকরা। এদিন বীরহাটা সাব-ট্রাফিক গার্ডের উদ্যেগে একটি রক্তদানের আয়োজন করা হয়।