জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ রবিবার তৃতীয় দিনে জেলা পর্যায়ের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।এদিন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, পুলিশ কর্মী এবং স্থানীয় জনসাধারণ র্যালিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা কমিশনার শ্রী অভিষেক জৈন সহ বিভাগীয় আধিকারিকেরা। হাইলাকান্দি জেলা প্রশাসন, জেলা ক্রীড়া আধিকারিকের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয় বলে জানা গেছে দুপুর আড়াইটা নাগাদ।