পুরাতন মালদার আটমাইল হাটে জাল নোট কাণ্ড, যুবক ধরা পড়ল হাতেনাতে পুরাতন মালদা, সোমবারঃ হাঁসের বাচ্চা কিনতে এসে জাল নোট দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। সোমবার বিকেল প্রায় তিনটে নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বৃহৎ আটমাইল হাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক হাঁস বিক্রেতা রবিউল আলমের দোকান থেকে ৮২০০ টাকার হাঁসের বাচ্চা কিনতে আসে। টাকা দেওয়ার সময় সে বিক্রেতার হাতে দেয় ১৬টি ৫০০ টাকার নোট। নোট দ