পুজোর নৈবেদ্যর আয়োজন থেকে সমস্ত কিছুর দায়িত্ব পালন করেন পুরুষেরা। মহিলারা শুধুমাত্র পুজোর আনন্দে সামিল হন। পূর্ব পুরুষদের এই ঐতিহ্য বজায় রেখে ৩৫০ বছর ধরে পুজো হয়ে আসছে আদি কংস বণিক সম্প্রদায়ের দুর্গাপুজো। আজ সকাল কলস যাত্রার মধ্যে দিয়ে শুরু হয় মায়ের বোধন। মহানন্দা নদী থেকে কলা বৌকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে আসা হয়। এরপর শুরু হয়েছে মহা সপ্তমী পূজো।