হিন্দু ধর্মালম্বী মানুষদের কাছে সর্ববৃহৎ উৎসব শারদীয়া উৎসব,সেই উৎসব বা দুর্গাপুজোর সমাপ্তি ঘটল বৃহস্পতিবার দশমী তিথির মধ্যে দিয়ে,এদিন দুপুর থেকে শুরু হয়ে যায় বিভিন্ন পুজো মণ্ডপে মহিলা ভক্তদের আগমন,বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা,মণ্ডপে মণ্ডপে বিবাহিত নারীরা মায়ের আশীর্বাদ গ্রহণের পর আনন্দে একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে মেতে ওঠে আনন্দ উল্লাসে,ঢাকের তাল থেকে উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি মণ্ডপের পরিবেশ।