শেষ রক্ষা আর হলো না নদীগর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট। এবং আস্ত ইটের রাস্তা। একটু একটু করে সমুদ্রে গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগর। অশনি সংকেত গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে নদী বাঁধ একটু একটু করে ভেঙে গিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নিম্নচাপের জেরে ইতিমধ্যেই উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণে বড় বড় দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ছে।।