হুগলি ধনিয়াখালি বেলমুড়ি তে পদ্মপাড়ায় শ্রী শ্রী মনসা মাতা পুজোতে উপস্থিত হলেন ধনিয়াখালীর বিধায়ক। আজ বুধবার রাত আটটা নাগাদ সুত্রের খবর ধনিয়াখালি বেলমুড়ি অঞ্চলের পদ্মপাড়ায় শ্রী শ্রী মনসা মাতার পুজো অনুষ্ঠিত হলো প্রত্যেক বছর এই দিনে বেলমুড়িতে এই মনসা মাতার পুজো অনুষ্ঠিত হয় এ বছর এদিনের এই পুজোতে এসে উপস্থিত হয়েছিলেন ধনিয়াখালীর বিধায়ক,,