নেপালে আটকে নদীয়ার ৪ গবেষক পড়ুয়া, এই মুহূর্তে সবচেয়ে বড় ও এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর। অগ্নিগর্ভ নেপাল। জ্বলছে নেপাল। অশান্তিতে জেরবার নেপাল। সাম্প্রতিক সময়ে নেপালে গিয়ে এই অশান্তিতে আটকে পড়েছেন নদীয়ার ৪ গবেষক পড়ুয়া। আটকে পড়া চারজন নদীয়া জেলার হরিণঘাটার মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়া বলে জানা যায়। তারা হলেন, ১) মনিহার তালুকদার, লস্কর পাড়া, সুভাষপল্লী, আলিপুর দুয়ারের বাসিন্দা। ২)সৌমিক চক্রবর্তী, মাদার লেন,