রেলওয়ের খড়গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে বিভিন্ন রকম জিনিস খোয়া গিয়েছিল সম্প্রতি যাত্রীদের। রেলওয়ে অপারেশন "আমানত" ও অপারেশন "উপলব্ধ"-দ্বারা সেই সমস্ত হারানো জিনিস উদ্ধার করে তুলে দেওয়া হলো তাদের মালিকের হাতে। যার মধ্যে সোনার জিনিসপত্র ভর্তি একটি ব্যাগও ছিল।