নিখোঁজ বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম শিবানী কর। বয়স ৬৩ বছর। বাড়ি খাতড়া থানার পিড়রাবাকড়া গ্রামে। পুলিশ জানায়, ওই বৃদ্ধা পরিবারের সাথে খাতড়া আদালত লাগোয়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। গত শনিবার পরিবারের তরফে থানায় নিখোঁজের অভিযোগ হয়। সোমবার সকালে খাতড়ার পাঁপড়া ব্রিজ লাগোয়া সেচ ক্যানেলের পাশে একটি গাছে ওই বৃদ্ধার ঝুলন্ত দেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।