আশারামবাড়ির পর থমথমে জম্পুইজলা!বিজেপি আয়োজিত বাজার সভায় কর্মীদের আক্রমণ চালায় তিপা মথা কর্মীরা আশারামবাড়ির পর থমথমে জম্পুইজলা !জম্পুইজলা বিজেপির বাজার সভায় কর্মীদের উপর আক্রমণ।আহত একাধিক BJP কর্মী।বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ঘোটা জম্পুইজলা বাজারে তীব্রতা উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ শাসক দলের শরিক তিপা মথা দলের কর্মীদের বিরুদ্ধে।