প্রযুক্তিগত কাজের জন্য সপ্তাহব্যাপী রোলিং ব্লকের কারণে আগামী 27 সেপ্টেম্বর পরিবর্তিত রুট দিয়ে চলবে টাটা, হাটিয়া এক্সপ্রেস ট্রেনটি । রেল সূত্রে জানা গিয়েছে ঐদিন চান্ডিল পুরুলিয়া কোটশিলা মুরি রুটের পরিবর্তে চান্ডিল গুন্ডাবিহার দিয়ে চলবে ওই দূরপাল্লার ট্রেনটি ।