ভাতারের মুরাতিপুরে এক ব্যবসায়ীর সততায় কালিটিকুড়ি গ্রামের এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন সোমবার ছটা ১৫ মিনিটে । খুশি ওই যুবক। আজ অর্থাৎ সোমবার সকালে ভাতারের মুরাতিপুরে বাজার করতে এসেছিল কালিটিকুড়ি গ্রামের এক যুবক। এরপর তিনি ভুলবশত তার মোবাইলটি হারিয়ে ফেলেন। যে ব্যবসায়ী কুড়িয়ে পেয়েছিলেন তিনি মোবাইলটি দোকানে রেখে বাড়ি চলে যান। বহুবার ওই ফোনে ফোন করলে রিসিভ না করার জন্য