খাতড়া মহকুমা সদরের সঙ্গে সিমলাপাল ব্লক এলাকার যোগাযোগের অন্যতম রাস্তা খাতড়া সিমলাপাল রাজ্য সড়ক। সেই সড়কে সিমলাপালের অদূরেই রয়েছে শিলাবতী নদীর সেতু। গত বুধবার থেকে লাগাতার ভারী বৃষ্টিতে ক্রমশ শিলাবতী নদীর জলস্তর বাড়তে শুরু করে। আজ আনুমানিক দুপুর দুটো নাগাদ গিয়ে দেখা গেল নদীর জল বেগে বইতে থাকে শিলাবতী নদীর সেতুর উপর দিয়ে। বিপদের আশঙ্কায় ওই সেতু দিয়ে যাতায়াত আজ সকাল থেকে বন্ধ করে দেয় পুলিশ ও প্রশাসন। সেতুর দুদিকে মোতায়েন করা হয় সিভিক কর্মীদের।