নারকেলডাঙ্গা গ্রামের যুবক প্রসেনজিৎ মাইতি গত পরশু রাতে দেখেন মাছের ভেড়িতে চিংড়ি মাছ সব ভেসে যাচ্ছে প্রথমে উনি ভেবেছিলেন অক্সিজেন কমে গেছে। অক্সিজেন বাড়ানোর প্রয়োজন পদক্ষেপ নেয়া সত্ত্বেও তার সমস্ত চিংড়ি মাছ মারা যায় গতকাল সকালে ফেরির পাশে গিয়ে দেখেন পলিব্যাকে বিশ পড়ে রয়েছে |গতকাল থানায় অভিযোগ দয়া করেন ব্যক্তিগত শত্রুতা থেকে তার মাছের ভেড়িতে বিষ প্রয়োগ করা হয়েছে |অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকা পরিদর্শন করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে