গতকাল থেকে নিখোঁজ থাকার পর গ্রামেরই একটি পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ চাঞ্চল্য ছড়ায় মঙ্গলকোটের যগেশ্বরডিহি গ্রামে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। গতকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর এদিন একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।