গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী৷ মৃতের নাম মাইমুন হোসেন। বয়স প্রায় ১৬ বছর। সে স্থানীয় গোপালগঞ্জ আর এন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভোঁওর খাসপাড়ায়। জানা গিয়েছে, ওই নাবালক স্কুল পড়ুয়ার দুটি বাড়ি রয়েছে। পুরাতন বাড়িতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক৷ মঙ্গলবার দুপুর একটাই কুমারগঞ্জ থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।