হরিদাসপুরে কুয়োতে পড়ে জলে ডুবে মৃত নলহাটির যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পরে শেষকৃত্যের জন্য এসে পৌছালো বাড়িতে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ নলহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের লেট পাড়ায় এসে পৌঁছালো খোকন মালের মৃতদেহ, প্রসঙ্গত গতকাল নলহাটি থানার অন্তর্গত হরিদাসপুর গ্রামের মাঠে একটি কুয়োতে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় নলহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের লেট পড়ার বাসিন্দা খোকন মালের।