গভীর রাতে ঘরে আগুন ধরিয়ে দিয়ে মা-বাবা ও ভাই বোনকে পুড়িয়ে মারার চেষ্টা খণ্ডঘোষে, পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ প্রথম পক্ষের ছেলের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মা সন্ধ্যা মিস্ত্রি-র(৪২)।পূর্ব বর্ধমানের খন্ডঘোষের উদয়কৃষ্ণপুরের পশ্চিমপাড়ার ঘটনা।সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সৎ ছেলে এই খুনের চেষ্টা চালায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সেও অগ্নিদগ্ধ হয়। তাকেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।