কুমারগঞ্জ: ব্লকের মমিনপুর এলাকায় শ্যামাপদ মন্ডল নামে বছর পঞ্চাশের এক ব্যক্তি বিষ পান করে আত্মঘাতী হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার তিনি বিষ পান করলে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা চলাকালীন সোমবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে আনা হয়। ঘটনার কারণ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।