বারাবানীর চরণপুরে ECL এর জমি অধিগ্রহনের বাধা দেওয়াতে স্থানীয়দের মারের অভিযোগ বারাবানী থানাতে ঘটনার সম্বন্ধে জানা যায় গত তিন আগে চরণপুর এলাকায় কিছু দুষ্কৃতী দারা এলাকাবাসীদের মারধর করা হয়েছে কিন্তু দোষীদের এখনো গ্রেপ্তার করা হয় এই নিয়ে আজ সন্ধ্যা ৭টায় এলাকাবাসীরা বারাবানী থানাতে আসে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে