উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই ছাত্রের।মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান।দুজনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়।দুজনেই সামসী এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে করে রতুয়া হাই স্কুলের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। মতিগঞ্জের কাছে দুর্ঘটনায় মৃত্যু।