Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 8, 2025
রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের গিলেরছাট অঞ্চলের কোম্পানিরঠেক বাজার হইতে নবোরদোকান পর্যন্ত শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ। আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ সোমবার বিকেল চারটে কুড়ি মিনিট নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে। আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।