বিনপুর 2 ব্লক ও পঞ্চায়েত সমিতির পূর্ব ঘোষিত সুচি অনুযায়ী বৃহস্পতিবার ব্লকের কাঁকো অঞ্চলের কাঁকো জুনিয়র হাইস্কুল , এড়গোদা অঞ্চলের জয়পুর হাইস্কুল ও শিমুলপাল অঞ্চলের বালিচুয়া হাইস্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার, পূর্ত কর্মাধ্যক্ষ হেমলেট মান্ডি। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লকের তিনটি জায়গায় আয়োজিত এই ক্যাম্প পরিদর্শন করেন তাঁরা।