শুধু বৃক্ষরোপণ নয় এবার চারা গাছকে বৃক্ষে রূপান্তরিত করার দায়িত্বও নেওয়া হলো শালবনিতে। শালবনী জাগরনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। রাস্তার পাশে শালবনীর বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে চারা গাছ, সেই চারা গাছগুলি যাতে সঠিকভাবে বেড়ে ওঠে তার পরিচর্যার দায়িত্ব নিয়েছে এই শালবনী জাগরণ কমিটি। চারা গাছগুলিকে লোহার তারের জালি দিয়ে বেড়া দেওয়া হয়েছে।