সম্প্রতি বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভোগজুর গ্রামে এক টি এস আর জোয়ান প্রতিবেশী বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ ওঠে। পরে দুপক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু অভিযুক্তের বাবা পরবর্তী সময়ে এই বিষয়ে মিথ্যা মামলা দায়ের করে বলে অভিযোগ। এই বিষয়ে আজ পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতে মীমাংসা সভা হবার কথা থাকলেও অভিযুক্ত অনুপস্থিত ছিল।