চাঞ্চল্যকর ঘটন। মালদায় চাষের জমিতে নরকঙ্কাল উদ্ধার! নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায়। জানা গেছে, রতুয়ার আইলপাড়া পূর্ব মাঠে কিছুদিন আগে পর্যন্ত পাটের বড়ো বড়ো গাছ ছিল। কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষের তোড়জোর শুরু হয়েছে। তাই কলাই চাষের জন্য শনিবার সকাল থেকে জমি প্রস্তুতকরণের কাজ করছিলেন।ওই এলাকার মহম্মদ জাহিরুদ্দিন নামে এক চাষী জমি প্রস্তুত করতে গিয়ে নর কঙ্কাল উদ্ধার হয়।