সামসি ও চাঁচলের হাটের ব্যবসায়ীদের নিয়ে সভা অনুষ্ঠিত হলো রতুয়ার সামসি এলাকায়। ব্যবসায়ীদের নানান সমস্যা অভিযোগ গুলি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। বিভিন্ন সময় ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামসি ও চাচোল এর যে হাট তাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা মানুষদের হাটে জায়গা পেতে সমস্যা হচ্ছে। অথচ কিছু দালাল চক্র চলছে যারা অন্যদের হাটের সেই জায়গা পয়সার বিনিময়ে দিয়ে দেওয়া হচ্ছে। এমতাবস্থায় এই দুটি বড় হাটের সমস্ত ব্যবসায়ীদের সমাধানের উদ্যোগ।