শনিবার বিনপুর 2 ব্লকের গন্ডাপাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনপুর 2 ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষথেকে স্বচ্ছ ভারত মিশন নির্মাণের অংশ হিসেবে আয়োজিত হয় সচেতনতা শিবির। শনিবার দুপুর নাগাদ লোকগীতি, বাউল গান সহ একাধিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের মাধ্যমে মানুষকে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিনপুর 2 ব্লকের বিডিও সুমন ঘোষ, বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার ।