পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের আমতলায় বুথে আজ নির্ধারিত সময়ের পূর্বে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েতর এই বুথও BJPর কিন্তু উভয় রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে আলাদা আলাদা স্কীম জমা দেওয়াকে কেন্দ্র করে বচসা বাধে এবং গন্ডগোলের দৃষ্টি হয়। স্থানীয়লোকজনের বক্তব্য সভাপতি নির্বাচন কে কেন্দ্র করে প্রাথমিক পর্যায়ে সমস্যা হয়। নন্দীগ্রাম-১ব্লকের BDO সৌমেন বণিক বলেন গন্ডগোলের প্রেক্ষিতে আমরা ওই বুথ কে বাদ রেখে অন্য বুথ নি