দুই কেজি ওজনের হাতির দাঁত সহ বন দফতরের জালে এক দম্পতি। তাঁদের বাড়ি কোচবিহার জেলায়। জলদাপাড়া বন বিভাগের তরফে অভিযান চালিয়ে তাঁদের বন্যপ্রাণীর দেহাংশ সহ গ্রেফতার করা হয়। জানা গিয়েছে তাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে তিন টুকরো হাতির দাঁত। যার ওজন ২ কেজি। চারটি লেপার্ডের দেহাংশ। এই কাজে ব্যবহৃত একটি ছোট গাড়ি উদ্ধার করেছে বন দফতরের কর্মীরা। ধৃতদের নাম পরিমল চন্দ্র দে , দেবযানী রায় দে। তারা কোচবিহারের ঝিনাইডাঙ্গা এলাকার বাসিন্দা।