Magrahat 1, South Twenty Four Parganas | Sep 10, 2025
মদ্যপ অবস্থায় এলাকায় অশান্তি এবং গন্ডগোল করার অভিযোগে চক জলদি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে বুধবার দুপুরে ডায়মন্ড হারবার মহাকুমার আদালতে পেশ করে উস্তি থানার পুলিশ।