মেলাঘরে টয়লেটের নোংরা জলে মাছের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য।সিপাহীজলা জেলার মেলাঘর থানার অন্তর্গত দিন বরডেপায় এলাকায় দুলাল দাস নামের এক ব্যক্তির টয়লেটের নোংরা ও আবর্জনা জল রাস্তায় ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। হিন্দু–মুসলিম নির্বিশেষে এলাকাবাসী এর ভোগান্তির শিকার।