আসানসোলের পাঁচগেছিয়াতে পুরী শঙ্করআচার্য্য স্বামী নিশ্চলানন্দের আগমন, আগামী ২১ পর্যন্ত চলবে ধার্মিক অনুষ্ঠান পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বারাবানী বিধানসভা অন্তর্গত পাঁচগেছিয়াতে এক ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ধার্মিক অনুষ্ঠানটি আগামী ২১তারিখ পর্যন্ত চলবে বলে জানা গেছে। যেখানে প্রত্যেকদিন সকাল ১১:৩০থেকে ১২:৩০ এবং বিকাল ৫:৩০টা থেকে ৬:৩০পর্যন্ত অনুষ্ঠান করা হবে। আজ বিকাল ৬টায় দেখা মিললো স্বামী নিশ্চলানন্দের আগমনের উপলক্ষে এবং ধার্মিক প্রচার শুনতে ভ